অবিরত যন্ত্রণাময় জীবনে হাসি খুব অমূল্য সম্পদ
একটুখানি সুখের ছোঁয়ায় কেউ হয় খুশিতে গদগদ
দম যতক্ষণ ততক্ষণই আমরা জরুরি কাজ সারি
হাসিমুখের জন্যে সাধের বাইকটিও বিক্রি করতে পারি
পূর্বাকাশে হাসিমুখেই ফোটে উঠে রক্তিম রবি
আমি একটি ক্যামেরা কিনবো আর তুলবো কেবল হাসিমুখের ছবি।
নাহ! পাহাড়-প্রকৃতির কোন ছবিটবি তুলবো না
নদী কিংবা সমুদ্রেরও কোন ছবি তুলবো না
ফুল-পাখি কিংবা বন্যপ্রাণীকূলেরও ছবি তুলবো না
দালানকোটা ঘরবাড়ির কোন ছবি তুলবো না
বেশ ভেবে সিদ্ধান্ত নিয়েছি আঁধারেরও কোন ছবি তুলবো না
আমি একটি ক্যামেরা কিনবো আর তুলবো কেবল হাসিমুখের ছবি।
হ্যাঁ, বেশ ভালো করেই বুঝেছো; হাসিমুখ
যে হাসিমুখ প্রাণের গভীরে জাগায় সুখ
মোহনীয় মুগ্ধতা নিয়ে খুঁজে বেড়াবো তোমায় ভ্রামণিক চোখে
দেখি তো কে আমায় রুখে, দেখি কে আমায় রুখে
নিশ্চয়তা দিতে পারি তোলা ছবিগুলো নিয়ে কবিতা লিখবেন কবি
আমি একটি ক্যামেরা কিনবো আর তুলবো কেবল হাসিমুখের ছবি ।