
THE WANDERING EYE ONLY SEES AND LEARNS
Abul Kasham

আবুল কাসেম, জন্ম শ্রীভূমি সিলেটের ভূস্বর্গ বড়লেখায়। সাউদার্ন ইউনিভার্সিটি হতে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর সম্পাদনায় ১৯৯৯ সালে প্রকাশিত হয় লিটলম্যাগ মাছরাঙা। ২০০০ সালে প্রথম প্রকাশিত হয় কবিতার বই 'ঘুম ভাঙানিয়া গান। সুফিজম চর্চায় মনোনিবেশ করেন ২০০৫ সালের দিকে। আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান এবং দেহতত্ত্ব নিয়ে আবুল কাসেমের রচিত শতাধিক গান বিভিন্ন ওরশ মাহফিল, রেডিও, টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে প্রচারিত হয়। আগর-আতর নিয়ে রয়েছে বেশকিছু গবেষণামূলক কাজ। তরল সোনা নামে আগর-আতর বিষয়ক একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য হতে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার উপ-সম্পাদক। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতামূলক ক্যাম্পের (হাকালুকি ক্যাম্প) চিফ কো-অর্ডিনেটর।