(এম. সাইফুর রহমান)
এই মধুর ভুবন রাঙিয়ে গেলে শ্রীভূমির সুসন্তান
মন-মননে এঁকে দিয়ে চিহ্ন হৃদয়ে নিয়েছো স্থান
সাহসের সাথে সত্যের পথে ছিলে অবিচল
ইতিহাস বলবে কথা, বলবে মনু-সুরমার জল
ফুটন্ত গোলাপ, পুণ্যভূমির পাখ-পাখালিরা গায়
রইবে তুমি চির অম্লান হৃদয়ের মণিকোটায়
রকমারি রঙের ভবে কেউ জয়ী কেউ বা পরাজিত
হরকিসিমের লোকের ভিড়ে নিজগুণে তুমি উদ্ভাসিত
মা মাটি আর জনগণ করছে গো আজ তোমায় স্মরণ
নহে তুমি দূরের কেউ, তুমি যে মোদের অতি আপন ৷