সোফি জার্মেইন (Sophie Germain )
১৮ শতকের খ্যাতনামা গণিতবিদ, পদার্থবিদ এবং দার্শনিক ছিলেন সোফি জার্মেইন। সোফি জার্মেইন (Sophie Germain) সোফি জার্মেইন ১৭৭৬ সালের ১ এপ্রিল প্যারিস শহরে জন্মগ্রহণ করেন। একজন বিপ্লবী সৈনিকের মতো তাঁর জীবন কেটেছে অনেক অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমে। মাত্র ১৩ বছর বয়স থেকেই গণিতের প্রতি তাঁর আগ্রহ দেখা দেয়। তৎকালীন সমাজে একজন নারী হিসেবে তাঁকে আলাদাভাবে লড়তে হয়েছিলো। ১৮৩১ সালের ২৭ জুন তিনি মৃত্যুবরণ করেন। ফ্রান্স সায়েন্স একাডেমি (French Academy of Sciences) ২০০৩ সালে সোফি জার্মেইনের সম্মানে সোফি জার্মেইন পুরস্কার ( Sophie Germain Prize প্রতিষ্ঠা করে।
ফুলজেন্স বিয়েনভেনি (Fulgence Bienventie)
বিখ্যাত ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার ফুলজেন্স বিয়েনভেনির (Fulgence Bienvende) নাম ওঠে আসে। প্যারিস মেট্রো নির্মাণে তাঁর ভূমিকার জন্য তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। তাঁকে “Le Père du Métro” (Father of the Metro) অর্থাৎ প্যারিস মেট্রোর জনক বলা হয়ে থাকে।
ফ্রান্সের উজেলে ১৮৫২ সালের ২৭ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ইকোলে পলিটেকনিক (École Polytechnique) থেকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করে কর্মক্ষেত্রে জড়িয়ে পড়েন। শুরুর দিকেই কর্মক্ষেত্রে ঘটে দুর্ঘটনা। মায়েনে (Mayenne) এলাকায় নতুন রেললাইন নির্মাণের কাজে দুর্ঘটনায় পিষ্ট হয়ে তার বাম হাত কেটে ফেলতে হয়েছিলো। ১৮৮৬ সালে প্যারিস শহরে আসেন এবং শহরের জন্য জলাশয় নির্মাণের নকশা এবং তত্ত্বাবধানে ছিলেন। ১৮৯৬ সালে প্যারিস নগর কর্তৃপক্ষ প্যারিস মেট্রোর প্রধান প্রকৌশলী হওয়ার জন্য Bienvenue-কে নির্বাচিত করেন। সেই সময়ে কঠিন এবং ভিন্নধর্মী প্যারিসীয় মাটি এবং পাথরের মধ্য দিয়ে মেট্রো নির্মাণ করে চমকে দেন প্যারিসসহ গোটা বিশ্বকে। ১৯৩৬ সালের ৩ আগস্ট তিনি প্যারিস শহরে মৃত্যুবরণ করেন। প্যারিসের পেরে লাচেইস কবরস্থানে (Père Lachaise Cemetery) তাঁকে সমাহিত করা হয়।
গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.univ-gustave-eiffel.fr