মুখোমুখি বসে আছি, চুপচাপ দুজনে
ঘরে আলো-আঁধারের খেলা
পরিচয় নিশ্চয় হয়েছিলো বনভোজনে
ফেলে আসা স্মৃতিতে কাটে বেলা ।
সম্মুখে খোলা বুক, পিছনে চুলের খোঁপা
নৃত্যের ছন্দে আতরের গন্ধে
মসৃণ নগ্নতায়, রূপে-গুণে অপরূপা
রন্ধ্রে রন্ধ্রে মায়া লাগাইছে সোনা বন্ধে ।
আঙুলে আংটি, ঠোঁটে কৃত্রিম রঙ
আমোদে কিছুই প্রতিকূল নয়
আপাতত হোক কসরত, দেহের ঢঙ
বিপরীতমুখী লিঙ্গ বিনিময়।
শব্দের ঝংকারে, গোঙ্গানি শিৎকারে
আদিম উৎসে প্রকৃতির সন্তান
শরীরের উপকারে, তারে চাই বারে বারে
কিছু সময়ের তরে এমন মধুময় গান ।