জোছনা আলোয় ভরে
রাস্তার ল্যাম্পপোস্ট
একটু অবসরে
ফেসবুকে কথা পোস্ট
প্রেমের আবাহনে
চুপিচুপি নির্জনে
মুখোমুখি বসি দুজন
ভালোবেসে যাবে এ জীবন
ভালোবেসে যাবে এ জীবন ।
অফিসে ফাঁক পেলে
কথা হয় মুঠোফোনে
মোহনীয় সুর শুনে
উদ্যোম লাগে প্রাণে
নিশিদিন হেঁটে যায়
ভালোলাগা গান গায়
প্রেমে পড়া এই মন
ভালোবেসে যাবে এ জীবন
ভালোবেসে যাবে এ জীবন।
চাঁদের সঙ্গে হেসে
তারা জ্বলে ঝিলঝিল
নীলাকাশে ডানা মেলে
উড়ে চলে শঙ্খচিল
প্রেম হাওয়া লাগে পালে
ঢেউয়ের তালে তালে
গাইছে দেখো ঝাউবন
ভালোবেসে যাবে এ জীবন
ভালোবেসে যাবে এ জীবন ।
বিছানায় পাশাপাশি
চলে কতো গল্প
মিটিলো না প্রেম সাধ
আয়ু খুব অল্প
স্বপ্নটা বুনে বুনে
দিন যায় গুনে গুনে
আসবে জানি শুভ ক্ষণ
ভালোবেসে যাবে এ জীবন
ভালোবেসে যাবে এ জীবন ।