কেরোসিন পেলেই জ্বলে উঠে লেম
ভ্রামণিক চোখে তা দেখে আবুল কাসেম
২.
মন ভরে আদর করে ঘুঙ্গিত চড়াবো
সকাল-সন্ধ্যা-রাতে গো সই প্রেমের বই পড়াবো
৩.
শীতের কুয়ায় লেপের আদর বেড়ে যায়
রবির কিরণ পেতে সকলে থাকে অপেক্ষায়
৪.
গর্ভের কষ্ট মা নিলেও মাতার আগে পিতার নাম
দুনিয়ার রঙ দেখে নিতে খমটি মারি লাম!
৫.
জিনিফুক ধরলে ঘরে ফেসাব করবে
চন্দ্রবৃক্ষে পাতা ঝরলে তুমি তখন মরবে
৬.
কৃষকের মুখে হাসি থাকে অঘ্রাণে
জোঁক থাকে সর্বক্ষণ লৌয়ের সন্ধানে
৭.
জঞ্জালে যখন ভরে উঠে চারিদিক
হুইসেল বাজিয়ে তখন মন্নান পাগল হাঁকে লিক লিক!
৮.
আদব-কায়দার সীমা সে বহু আগে ছাড়িয়েছে
লঙ্গি ছেড়ে ফুলফেন্ট ফিন্দি বেটা বনিগেছে
৯.
দুধ দেখলে উতলা হয় মেকুর
মাঝেমধ্যে মানুষের চেয়েও ভালো কাজ করে কুকুর
১০.
ইশকুল বন্ধ মানে আনন্দ সারাবেলা
মাটির ঘটিতে জমে টুফাটুফি খেলা