পিতার কণ্ঠে মুক্তির আহবান, সাড়া দিলো তাতে সন্তান
একাত্তরের রণাঙ্গনে মুখরিত ছিলো ‘জয় বাংলা’ শ্লোগান
বীর বাঙালির গেরিলা সংগ্রাম, নয় মাসজুড়ে চলে
সত্য কখনো হয় না পরাজিত, ইতিহাস এ কথা বলে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান জাতি ধর্ম নির্বিশেষে
নিজের দেশটি বাঁচাবে বলে প্রাণ দিলো হেসে হেসে
অবশেষে ফিরলো সবাই বিজয়ীর বেশে
লাল-সবুজের রঙে রাঙা রূপসী বাংলাদেশে
পাক হানাদার রুখে দিলেও এখন ঘরের শত্রু বিভীষণ
স্বাধীন দেশে নিরাপদ নয়, মা-বোনের সম্ভ্রম
সংখ্যালঘু নির্যাতন-নিপীড়নের এখনো হয়নি অবসান
গণতন্ত্রের দোহাই দিয়ে প্রতিনিয়ত ঝরছে তরতাজা প্রাণ
বিজয়ের পূর্ণতা পেতে নিত্যদিন চলছে লড়াকু মানুষের লড়াই
শহীদদের রক্তেস্নাত সবুজ ভূমিতে চলো ঐক্য-বন্ধনের বীজ বুনে যাই ।