হৈমন্তিক শিশির ভেজা ভোরে শুভ্রতার গন্ধ গায়ে মেখে
শৈশবে বাড়িতে বসে গণনা শেখা লাতুর ট্রেন দেখে দেখে
রেল লাইন বহে চলে এক দেশ হতে অন্য দেশে
রেল লাইন ধরে রানা পাগলার অবিরাম হেঁটে চলা
রেল লাইন ধরে বাল্য বন্ধুর সাথে স্কুলে যাওয়া
রেল লাইন ধরে হাতে হাত রেখে প্রিয়জনের সাথে কথা বলা
রেল লাইন যতখানি পেরেছে কে আর পেরেছে তত দিতে !
রেল লাইন ধরে গন্তব্যে ছুটে চলে রেল গাড়ি গন্তব্যহীন পথে ছুটে চলে দিচ্ছি জীবন পাড়ি
ভালোবেসে কেউ কাছে টানে কেউবা ঠেলে দেয় দূরে
বাঁশি বাজে কখনো আনন্দ কখনো বিষাদের সুরে লাল রঙা মাল গাড়ি
রেল লাইন ধরে ছুটে চলে ভেতরটা পূর্ণ না ফাঁকা অহরহ দ্বিধায় ফেলে
রেল লাইন বহে চলে এক দেশ হতে অন্য দেশে
রেল লাইন যতখানি পেরেছে কে আর পেরেছে তত দিতে !