যাত্রাপালা দেখবো চলো বৈশাখী মেলায়
রেশমী চুড়ি কিনবে তুমি চড়বো নাগরদোলায়।
একতারাতে রঙেঢঙে গাইবে বাউল গান
নৌকাবাইচের সারিগানে আনন্দের তুফান ।
ছোটবেলায় শখ থাকে ঘুড়ি উড়ানো
বড় হলে শখ হয় ঘুরে বেড়ানো।
ছোটদের কাছে খুব জমে পুতুল খেলা
কাবাডি লড়াইয়ে জমে বৈশাখী মেলা ।
ষাঁড়ের লড়াই সর্বজনে করে উপভোগ
লাঠি খেলা, বলী খেলা চলছে যুগ যুগ ।
বৈশাখী ঝড়ে থাকে ভয়ঙ্কর রূপ
মনের সুখে গানের তালে দেখবো বায়োস্কোপ ।
পান্তা-ইলিশ উৎসবেতে শহর বেশ রাঙে
ছায়ানটের আয়োজনে সবার ঘুম ভাঙে ৷
দোকানে দোকানে হয় শুভ হালখাতা
স্মৃতিপটে ভেসে উঠে মিষ্টি খাওয়ার কথা।
মঙ্গল শোভাযাত্রা হয় শহরে শহরে
আদিবাসী আনন্দে মাতে পার্বত্য পাহাড়ে।
হিজল, বেলি, জুঁই, চামেলি ফোটে গৌরবে
বোশেখ কাটে নানান ফুলের স্নিগ্ধ সৌরভে।
রঙে ভরা বৈশাখ এলো ধরাধামের বুকে
জগতের সকল প্রাণী থাকে যেনো সুখে ।