জানালার পাশে একটা দোয়েল এসে রোজ নেচে নেচে খেলায়
ঘরের পাখির ভোরের আদর, হৃদয় আনন্দেতে দোলায় ।
আউলা বাতাস তোমার চুল নিয়ে খেলে
একটা রহস্যময় হাসি দাও একটু সোহাগ পেলে
দুটি চোখে অনেক ভাষা, পড়তে চেষ্টা করি
ভালোবাসায় বাঁচি আমি ভালোবাসায় মরি।
আদা-লেবু দিয়ে এক কাপ রঙ চা দাও তো
গলাটা একটু পরিষ্কার হবে
পছন্দের শাড়ি পরে আঙুলে আঙুল রেখে
একটা চুমু দাও তো মনটা রাঙাবে
দেহের মাঝে অনেক ভাঁজ, খুলতে চেষ্টা করি
ভালোবাসায় বাঁচি আমি ভালোবাসায় মরি ।
জানো! ঘুম ভাঙার পরের কথাগুলো লাগে খুব মধুর
অনবদ্য সুরে বাজে, তোমার পায়ে বাঁধা নূপুর
সু-স্রোতের সাথে, তাল মেলাতে চেষ্টা করি
ভালোবাসায় বাঁচি আমি ভালোবাসায় মরি ।
বসুন্ধরার বুকে, থাকি যেনো একটু সুখে, এতটুকু আশা
প্রেম রতনে খুব যতনে থাকুক ভালোবাসা ।