তোমার মৃতছবি না দেখে মহাতৃপ্ত
অথচ এ নিয়ে সবাই ছিলো উত্তপ্ত
প্রিয় কোনো মৃতছবি আমি দেখি না
চোখের তারায় কোনো মৃতমুখ রাখি না ।
প্রিয়তম কাছে পেতে কবরে গেলে
ধরাধামে আমাকে একা ফেলে
তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে
আদরবাতি সদাসময় জ্বেলে রাখবে ।
অনুভবের অলিন্দে তোমাকে খুঁজি
প্রেম-ভালোবাসা মানে তোমাকে বুঝি
দিয়ে গেলে সবকিছু হে পরমা
আমার চোখের জলে ভরে ষাটমা।
প্রিয় কোনো মৃতছবি আমি দেখি না
চোখের তারায় কোনো মৃতমুখ রাখি না ।