হে প্রাজ্ঞ তুমিই তো মূল্যবোধ শেখালে
রাশি রাশি বই পড়িয়ে আলোর পথ দেখালে।
মূল্যবোধের বেড়াজালে হয়েছি আটক
ট্র্যাজেডি আর কমেডিতে চলছে জীবন নাটক!
জিভে জিভ ছোঁয়াতে কেন এমন হয়?
অন্তর্বাসে হাত ঢুকাতে কেন লাগে ভয়?
ব্রা-প্যান্টির ঘ্রাণ নিতে কেন এতো লাজ?
আহা, আহা! এটাই তো মূল্যবোধের কাজ ।
আধুনিকা হতে আমি দেখাই বুকের ভাঁজ
পেটের মধ্যখানে নাভির কারুকাজ
পরনে থাকে আমার টাইট জিন্সের প্যান্ট
আমি আধুনিক, আমি ভেরি ভেরি ইমপর্টেন্ট!
রবীন্দ্র-নজরুল সং ভীষণ ফিকে লাগে
মাইকেল জ্যাকসন-শাকিরায় বেশ কৌতূহল জাগে ৷
ভালো মানুষের চারিদিকে ভয়
মূল্যবোধকে মাঝে মাঝে ডেটল দিয়ে ধুয়ে নিতে হয়।
চোখের জলে বালিশ ভিজে
মূল্যবোধকে খোঁজে খোঁজে ।