তুমি ভালোবাসার সাগর
তোমাতে পাই স্নেহের ঘ্রাণ
আকাশ-বাতাস জানিয়ে বলি
মা গো তুমি আমার প্রাণ ।
তিলে তিলে যতন করে
রেখেছে মা গর্ভের ভেতর
দশ মাস দশ দিন পরে
জুড়িয়েছে মায়ের অন্তর ।।
তোমার হাতটি ধরে মাগো
ফেলেছি পা ধরাধামে
তোমার দয়ায় তোমার মায়ায়
এই জীবনটা যেনো থামে ৷ ৷
অবিরত দিলাম মাগো
দুঃখ-কষ্ট-যন্ত্রণা
তোমার আদর তোমার সোহাগ
আর কোথাও পাই না ।।
ত্রিভুবনে ভালোবাসায়
নেইতো মায়ের তুলনা
সব হারালেও মাগো মা
তোমার মুখটা হারাই না।।
আবুল কাসেম মনে-প্রাণে
করে মায়ের বন্দনা
মায়ের চরণ না ধরিলে
সুখের স্বর্গ পাবে না ।
তুমি ভালোবাসার সাগর
তোমাতে পাই স্নেহের ঘ্রাণ
আকাশ-বাতাস জানিয়ে
বলি মা গো তুমি আমার প্রাণ ।