ভোরের বিনয়ী আলোয়
প্রেমমালা হৃদয়ে গাঁথি
সব বাঁধা করে জয়
বো মোরা জীবন সাথী
দুটি মন দুটি প্রাণ
এক হবে মিলন মোহনায়
আমি ভালোবেসেছি তোমায় ।
তোমার বিরহে কাটে
অলস নিশি দিনদুপুর
সুরের তালে বাজে
তোমার পায়ে বাঁধা নূপুর
নূপুরের ঝনঝন
আমায় প্রেমের গান শোনায়
আমি ভালোবেসেছি তোমায় ।
তোমার প্রেমের তীর
গেঁথেছে বুকের গভীর
মুখরিত কলরবে
পাখিদের কিচিরমিচির
ভূস্বর্গ মেতেছে আজ
দেখো পবিত্র স্নিগ্ধতায়
আমি ভালোবেসেছি তোমায় ।
ঠোঁটে ঠোঁট মনে মন
শিহরণ হাওয়া বয়ে যায়
আমায় সঁপেছি আমি
তোমার খোলা জানালায়
চুমুতে চুমুতে লীন
শরীর জাগে কামনায়
আমি ভালোবেসেছি তোমায় ।
কঠিনেরে ভালোবেসে
মন নিয়ে কাছে আছি
ধরাধামে হেসে হেসে
চলো মোরা দুজন বাঁচি
অনুরাগে অভিমানে
মনটা পোড়ায়
সৃষ্টি হয়েছি মোরা জোড়ায় জোড়ায়
আমি ভালোবেসেছি তোমায় ।
আমি ভালোবেসেছি তোমায়।