দেহযন্ত্র ভবমন্ত্রে চলার পূর্ণতা তখনো পায়নি
ঠোঁটে ঠোঁট ডুবানোর কৌশল তখনো রপ্ত হয়নি
কেবল হাত রেখেছি হাতে সেই সময়
সাক্ষী ছিল ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
তখন তোমার উঁচু বক্ষ ছিলো না
শরীরে কামনার জোয়ার ছিলো না
উতাল-পাতাল স্বপ্ন দেখার বয়স ছিলো না
ছিলো ঠোঁটের কোণে, একটু লাজুক হাসি
একে-অন্যে বলেছিলাম ভালোবাসি; ভালোবাসি।
আমরা যখন হাইস্কুলে, সময়ের দোলা দুলে
মনের নৌকায় দিলাম প্রেমের পাল তুলে ।
গুড অক্ষরে লিখেছিলে, লম্বা লাভ লেটার
ক্লাসমেইটরা বলেছিলো, তোদের প্রেমটা বেটার
এনজয় মুডে চলছিলো বেশ, ভালোবাসা থিয়েটার
ঝড়-তুফান সব জয় করে, মুখে লাগলো হাসি
ঠোঁটের ভিতর ঠোঁট ডুবিয়ে বলেছিলাম ভালোবাসি ৷
তারপর কলেজে, আবেগি নলেজে
চলছিলো সরবে প্রেম, সিটি কিংবা ভিলেজে।
দুজন দুজনার, অনবদ্য সময় পার
বন্ধুরা বলে, তোদের প্রেমে নেই কোনো হার
তাই স্বপ্নের জাল বুনা চলে তোমার-আমার
খেলাধুলার বিকেলে, দেখা হলে দাও হাসি
অস্ত যাওয়া সূর্যরঙ সাক্ষী রেখে বলেছিলাম ভালোবাসি ।
অতঃপর বিশ্ববিদ্যালয়, হলো দুজনার পরিণয়
সময় গায় সকলে গায়, শেষকালে প্রেমেরই জয়।
দাম্পত্য জীবনের পথে জমে বিরক্তি
সবই আছে কেবল নেই পূর্বের ভক্তি
অতীত স্মৃতিটাই দেয় মনে শক্তি
বয়সের ছাপ মেখে কষ্ট লুকিয়ে রেখে দাও হাসি
দেহের ভিতর প্রাণ পাখি
উড়ে যেতে যেতে বলবে ভালোবাসি; ভালোবাসি ।