তোমায় নিয়ে রোদ পোহানো স্মৃতিগুলো ভাসে
তোমায় নিয়ে মধুর স্বপন ভোর বিহানে হাসে
তাই তোমার জন্যে লিখছি একটা ভালোবাসার গান
প্রেমে পাগল হৃদয়টারে দিও জোরে শান!
আকাশ কাঁদে মেঘ জমিলে, তুমি অভিমানে
প্রেমের তরী বাইবো দুজন সফল অভিযানে
তাই তোমার জন্যে লিখছি একটা ভালোবাসার গান
প্রেমে পাগল হৃদয়টারে দিও জোরে শান!
আসুক যতো ঝড় তুফান থাকুক যতো ব্যবধান
আদম-হাওয়া বুঝিয়ে গেছে প্রেম স্বর্গের বিধান
তাই তোমার জন্যে লিখছি একটা ভালোবাসার গান
প্রেমে পাগল হৃদয়টারে দিও জোরে শান!
সাজাবো ছোট্ট ঘর রইবো না আর দুজন পর
মধুমাখা ধরাধামে কাটবে সুখের প্রহর
তাই তোমার জন্যে লিখছি একটা ভালোবাসার গান
প্রেমে পাগল হৃদয়টারে দিও জোরে শান!
প্রেমে পাগল হৃদয়টারে দিও জোরে শান!
প্রেমে পাগল হৃদয়টারে দিও জোরে শান!