৫১.
যতোদিন আছো ততোদিন করে যাও সৃষ্টির সেবা
মন দিয়ে শুনো অতো আফআফি ভালা নায় রেবা
৫২.
মুছে যাওয়া দিনগুলিতে বার বার ফিরে চোখ
গুয়া গাছোর কুল দিয়া গাড়ি ছড়তে লাগে সুখ
৫৩.
টাকার খেলায় চলে বাজার, টাকাই বিচার কিনে
ওরে মন আনামাতি ব খালি ফালাছ খেনে
৫৪.
জীবন ঝড়ে হাওর পারের বাসিন্দারা নিত্যদিন লড়ে
ভাটাবাগি মানুষের দুঃখ দেখতে কেউ কেউ হেলিকপ্টার চড়ে
৫৫.
চা-বাগানের অধিকাংশ কুলি মদ খেয়ে থাকে মাতাল
দিন যতই বদলে যাক মাইমালের পছন্দ মাছ ধরার জাল
৫৬.
শহরে দিচ্ছি পড়ার লাগি, কলঙ্কে জড়াইছ না
সাফ বলে নিচ্ছি দাদারে আদা ফড়াইছ না
৫৭.
ও নাতি কয়েকটা মাস ছবর করো, বাদ দাও আতাআতি
দেখরায় নানি ফেট ফুলা তাইন এখন ফুয়াতি
৫৮.
নিশি গভীর হলে টের পাই, তুমি খুব শিয়ান
কাছে আসার আগেই, চলে আসে বিয়ান
৫৯.
প্রশান্তির ছোঁয়া পেতে ছুটছি তারই পিছে
আমার খেলার সকল সরঞ্জাম উরি লতে বেরিলিছে
৬০.
গরমে উনা হবো, ঠাণ্ডায় চাদরের তলে নেবো ওম
খেতে হয় যদি, তবে একসাথেই খাবো গন্ধম।