জাল বুনে মাকড়শা হরেক স্বপ্ন নিয়ে
বেদে যেমন বাজায় বাঁশি খেলে সাপ দিয়ে
দুনিয়া জুড়ে শান্তি খুঁজে শান্তিকামী মানুষ
লড়াই ছাড়া হয় না কিছুই, হয় না কারো হুশ ।
খামখেয়ালী বশে চলে না জীবন
লেখাপড়া শেখায় বিদ্যাই শ্রেষ্ঠ ধন
দানব নয় জগতে জয়ী হয় মানব মন ।
কঠিনেরে ভালোবেসে সহজিয়া পথে হেঁটে যাও
মূল্যবোধকে মাঝে মাঝে ডেটল দিয়ে ধুয়ে নাও
ভবের হাটে সত্যপাঠে ও মাঝি মন দাও
প্রাণ পাখিরে যতনে রেখে মুক্তির গান গাও ।
স্বর্গ হতে এলো প্রেম দিলেন প্রভু দয়াময়
এই জগতে সবকিছুতে হয় না তো আর জয়
ভুল করিলে ভুলের মাশুল নিজেই দিতে হয়।