বিহার রাজ্যের বুদ্ধগয়া শহরে, অশ্বত্থ গাছের নিচে
দিনপঞ্জিকা মতে, বৈশাখী পূর্ণিমার রাতে
আঁধার হতে ধরণী, নতুন আলোয় মাতে
সেই শুভক্ষণে ধরাধামে, বোধির ফুল ফোঁটা
সিদ্ধার্থের সিদ্ধিলাভে, গৌতম বুদ্ধ হয়ে উঠা।
নদী তীরের ধ্যানমগ্ন সময়গুলো, বৃথা যায়নি
রাজকুমারের রাজ্যপাট ত্যাগ, বৃথা যায়নি
সুজাতার জল-খাবার সরবরাহ, বৃথা যায়নি।
একদা সৌহার্দ্যের বাণী, যুক্তিবিদ্যা, শান্তির তত্ত্ব
সকলে শিখতো নালন্দায়
বেঁচে থাকার কারণ, জীবনের মানে
শেখা হতো, মহামতি বুদ্ধের পাঠশালায়।
মহাবোধি মন্দিরে, সত্য-সরল-সুন্দরে
জ্ঞান-বিজ্ঞানচর্চা চলে, বুদ্ধের মায়ায়
বোধিবৃক্ষের মূলে, ভিক্ষুদের প্রার্থনা চলে
মহাভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় ।