লাল-সবুজের বীজ বুনে যাই
আমার মনের গহীনে
মন খুলে গাই প্রাণ ভরে গাই
আটক মাগো তোমার ঋণে।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
হাতে হাত রেখে চলে
সৌহার্দ্য সম্প্রীতির কথা
বাংলা মা সব সময় বলে।
পদ্মা-মেঘনা-সুরমা নদী
আবহমান বহে যায়
রূপসী বাংলার কথা
একতারাতে বাউল গায় ।
সোনার বাংলার গুণের কথা
বলেছেন কত কবি
বঙ্গোপসাগরের পারে
একখণ্ড স্বর্গের ছবি।
বীর বাঙালির রক্তের রঙে
সূর্যের রঙ আজো লাল
বীর বাঙালির মন মননে
জয় বাংলা চিরকাল ।
লাল-সবুজের বীজ বুনে যাই
আমার মনের গহীনে
মন খুলে গাই প্রাণ ভরে গাই
আটক মাগো তোমার ঋণে।