জীবনের ছোট্ট চাওয়া হয়নি পাওয়া তোমার কাছে
পাওয়া না পাওয়ার ভিড়ে এমনি করে জীবন বাঁচে।
তোমার কাছে চাইনি আমি কাম সাগরের উত্তেজনা
হাতটা তোমার হাতে রেখে হাঁটবো শুধু এই বাসনা ।
জীবনের ছোট্ট চাওয়া হয়নি পাওয়া তোমার কাছে
পাওয়া না পাওয়ার ভিড়ে এমনি করে জীবন বাঁচে।
জীবনের সফলতার প্রতি ধাপে তোমায় খুঁজি
চোখের কোণে অশ্রু ঝরে, অশ্রু এখন আমার পুঁজি ।
জীবনের ছোট্ট চাওয়া হয়নি পাওয়া তোমার কাছে
পাওয়া না পাওয়ার ভিড়ে এমনি করে জীবন বাঁচে।
ছলনার এমন খেলা থামবে কবে প্রিয়তমা
ভবের হাটে তোমার আমার রোদ পোহানো স্মৃতি জমা ৷
জীবনের ছোট্ট চাওয়া হয়নি পাওয়া তোমার কাছে
পাওয়া না পাওয়ার ভিড়ে এমনি করে জীবন বাঁচে।
দুটি ঠোঁটে চাইনি চুমু চাইনি মিলন চাইনি কিছু
এ হৃদয় ভালোলাগায় ভালোবাসায় নিয়েছে পিছু।
জীবনের ছোট্ট চাওয়া হয়নি পাওয়া তোমার কাছে
পাওয়া না পাওয়ার ভিড়ে এমনি করে জীবন বাঁচে।