বাবা তোমাকে রেখেছি যতনে
সকল কাজের মাঝে
বুকের গভীরে প্রাণের গহীনে
বেদনার বীণ বাজে।
আদর করে সোহাগ করে
কত নামে তোমায় ডাকি
খুব দ্রুত কেন চলে গেলে
বাবা দিয়ে আমায় ফাঁকি ।।
নিশিদিন আমি লড়াইয়ে আছি
জীবন পথের জয়ে
তুমি আছো বাবা মাটিতে মিশে
আকাশের তারা হয়ে ।।
আকাশের তারা জমিনের মাটি
করেছে তোমায় ধারণ
তোমার বিরহে দুনিয়াদারি
করেছি আমি বরণ ।।
আমার জন্য ভেবো না বাবা
ভেবো না আমার লাগি
তোমার শেখানো সরল মন্ত্রে
প্রতি ভোরে আমি জাগি।
বাবা তোমাকে রেখেছি যতনে
সকল কাজের মাঝে
বুকের গভীরে প্রাণের গহীনে
বেদনার বীণ বাজে ।