বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা
জীবনজুড়ে তুমি ছিলে আল্লাহ প্রেমে দেওয়ানা
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা ।
শ্রীহট্ট করলে আবাদ ইসলামী নূরে
ইয়েমেন থেকে এলে বাবা কত পথ ঘুরে
৩৬০ আউলিয়া তোমার সঙ্গী-সাথী ছিলো
ইসলাম প্রচারে তাঁদের জীবন প্রদ্বীপ গেলো
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা
জীবনজুড়ে তুমি ছিলে আল্লাহ প্রেমে দেওয়ানা
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা ।
ঝাঁকে ঝাঁকে সঙ্গ নিলো হাজার কবুতর
আমরা তাদের দেখলে বলি জালালী কইতর
দরগা পুকুরজুড়ে ভরা কত গজার মাছ
দরগার পাশে কূপে আছে সোনার কৈ মাছ
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা
জীবনজুড়ে তুমি ছিলে আল্লাহ প্রেমে দেওয়ানা
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা ।
সুরমাপারে গেলে বাবা তোমার দেখা মিলে
জীবন-যৌবন সবই দিয়ে আউলিয়া মান পেলে
পূণ্যমাটি হাতে এনে জালালাবাদে জাগালে প্রাণ
আবুল কাসেম গাইছে বাবা তোমারই জয়গান
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা
জীবনজুড়ে তুমি ছিলে আল্লাহ প্রেমে দেওয়ানা
বাবা শাহ্ জালাল ও বাবা শাহ্ জালাল
সুরমা তীরে তোমার আস্তানা ।