বাবা তুমি ছিলে বলে
আজ বিজয়ের গল্পটা বলি
বাবা তোমার দেখানো পথে
আলোর মিছিলে হেঁটে চলি
বাবা তুমি ছিলে বলে
আজ স্বপ্ন জয়ের কথা বলি।
তোমার হাতটা ধরে
বর্ণমালা হলো লেখা
তোমার কথার সুরে
সত্য-সরল পথ দেখা।।
আমায় গড়তে তুমি
সর্বসময় ছিলে পাশে
নিজেকে গড়েছি আমি
কেনো তুমি ঠাঁই নিলে আকাশে ।।
আপনজনের ভিড়ে
তোমাকেই মোর ভালোলাগা
বাবা তোমার বোঝানো কথায়
মানুষ মন্ত্রে মোর জাগা । ।
শত প্রতিকূলতায়
দেখেছি তোমার সব লড়াই
বাবা এখন সকল ব্যথায়
তোমাকেই আমি খুঁজে বেড়াই।।
বাবা তুমি ছিলে বলে
আজ বিজয়ের গল্পটা বলি
বাবা তোমার দেখানো পথে
আলোর মিছিলে হেঁটে চলি
বাবা তুমি ছিলে বলে
আজ স্বপ্ন জয়ের কথা বলি ।