বন্ধু, তুই থাকা মানে চায়ের কাপে তোলা ঝড়
বন্ধু , তুই থাকা মানে সন্ধ্যেটা খুব আড্ডামুখর
আছিস কোথায় দূরে , আমার থেকে সরে
ভাবিস না তুই হয়ে গেছিস
আমার নিকট পর।।
ভীষণ্ণতা সরিয়ে
তুই দেস মন ভরিয়ে
তুই হলে মোর মনের বাতিঘর ।।
আমার জমানো কথা
তোকেই বলে যাই
আমার সুখে-দুঃখে
তোকেই কাছে পাই ।।
বন্ধু, তুই মানে মোর মনের আকাশ রাঙা
বন্ধু, তুই মানে মোর আনন্দ বাঁধভাঙা ।
আছিস কোথায় দূরে আমার থেকে সরে
ভাবিস না তুই হয়ে গেছিস আমার নিকট পর।
বন্ধু, তুই থাকা মানে চায়ের কাপে তোলা ঝড়
বন্ধু, তুই থাকা মানে সন্ধ্যেটা খুব আড্ডামুখর ।