নীড়ে ফিরেছে পাখি
যার লাগি নিশিদিন জেগেছিল আঁখি
হাতে হাত, মনে মন, ঠোঁটে ঠোঁট রাখি
প্রেমের মধুবনে হোক মাখামাখি ৷
জল ঝরে টুপটুপ থাকো তুমি একদম চুপ
ভালোবেসে পাশে বসে দেখিবো তোমার রূপ
আকাশ গাইবে গান জোছনায় করিবো স্নান
হতাশা দূরে রেখে আশার পরশ মেখে
প্রেম সুধা করিবো পান।
হৃদ অবগাহনে, প্রেমের মধুবনে
প্রেম হবে প্রেম, শুধু তোমার সনে
সুখ বৃষ্টি ঝরছে রিমঝিম গানে
একই সুর একই তাল বাজছে দুটি প্রাণে
প্রেমের মধুবনে, আহা প্রেমের মধুবনে ।