(প্রিয় দাদী সামছুন নেছা চরণে)
সাজানো এ ধরাধাম থাকবে সাজানো
চলে যাবো আমি-তুমি
মহান তোমার সহ্য ক্ষমতা
তোমার চরণে চুমি
ছুটছে আমার জীবন ঘোড়া
অজানা ঠিকানায়
নবীন কোন স্বপ্ন দেখি না
বেঁচে থাকা দুনিয়ায়
নেবার বেলায় নিয়েছি অনেক
কিছুই দেইনি তোমায়
ছাড় দিয়েছো অফুরন্ত দাদী
পরকালে পাবে আমায়
কেটে যাক তোমার দিন,
হৃদিমূলে বাজুক পূর্ণতা বীণ,
ভালোবাসায় ভালোবাসায়….