(প্রিয় দাদা সিরাজুল ইসলাম স্মরণে)
সিনার লগে গেঁথে আছো তুমি, মনে পড়ে অহরহ
রাত-বিরাতে তোমার জন্যে মনে জাগে যাতনা বিরহ
জুমার দিনে মসজিদ পানে পা দুটি যখন হাঁটে
লম্বাশ্বাসে পেছন ভাসে, স্মৃতি জাগানিয়া দিন কাটে
ইহকালে একটু পেলাম পরকালে দিও গো দেখা
সরল পথে চলার মন্ত্র তোমার কাছে হয়েছে শেখা
লালসা ভরা অবনী পরে চলিতে হয় তোমায় স্মরে
মরম জ্বালা সহেনা দাদা মন ছুটে চলে সাড়ে তিন হাত ঘরে।