প্রাণ ভরিয়া ডাকি গো তোমারে যাও তুমি দূরে সরে
দখিনা বাতাসে প্রেমের সুবাসে হৃদয় পায় কাছে বারে বারে।
একেলা সময়ে করি গো তোমায় স্মরণ
কোলাহলে মনে বাঁধি ভালোবাসার তোরণ
শিশিরের জলে হয়ে আসি গো কাছে একটু ছুঁয়ে দিতে তোমারে।
কতো স্মৃতিকথা জমিছে দু’জনার, অনাবিল সুখের আবেশে
মনের ব্যাকুলতা বুঝিছে আকাশ, চাঁদ সঙ্গ দেয় মধুর হেসে।
ডুবে আছি আমি তোমাতে মহাকাল
রাত পোহালে আসিবে রাঙা সকাল
ঝড়-তুফান ভেদ করে প্রেমের তরী নোঙর করিবে গো তীরে।