আল্লাহ্ তায়ালার প্রিয় রাসূল মুহাম্মদ নবী
আদম সৃষ্টে আল্লাহ্ আঁকেন আমার নবীর ছবি ।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেজন অপার
মধুর জীবন ধরণীতে, খোলা তাঁর বেহেশতের দ্বার ।
আবদুল্লাহ-আমিনার ঘরে জন্ম নিলেন নবী
আনন্দেতে হাসে চাঁদ হাসে আকাশের রবি।
জন্ম নিলে মক্কা দেশে আল্লাহর মায়া পেয়ে
জগৎবাসী হয় উজালা তোমার গান গেয়ে ।
ধ্যানমগ্ন হইয়া যখন হেরাগুহায় দিন কাটান
ওহি দিয়ে আল্লাহ্ তায়ালা জিব্রাইল ফেরেশতা পাঠান ।
আল কোরআনের ঐশীবাণী প্রচারে তাঁর দিন গেলো
মুহাম্মদ (স.) উছিলায় সবাই শান্তি সুখের দ্বীন পেলো ।
হাসান-হোসেন নবীর নাতি, ফাতিমা কলিজার ধন
নবী আমার ধরায় কাটান, সুখী মধুর জীবন ।
জাবালে রহমতে দাঁড়িয়ে নবী করলেন মানা
“ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না”।
রবিউল আউয়াল মাসে নবী বিদায় নিলেন
আল্লাহর বাণী, রাসূলের আদর্শ আমাদের দিয়ে গেলেন ৷
উম্মতের মায়ায় নবী শুয়ে কান্দেন মদিনায়
মোমিন কান্দে দিবানিশি নবীর দেখা না পাওয়ায় ৷