পথিক, ভাবনায় ডুব দাও
কুড়িয়ে পাবে হাসি-কান্নার উপাদান
যদি পরম সুখের পরশ পেতে চাও
ধ্যানে-জ্ঞানে গাইতে হবে, মনের মানুষের গান ।
আনন্দ কিনতে কতো কি আয়োজন
আসলে তা কি কখনো কেনা যায়?
কাছে থেকেও কাছের লোকজন
পিছনে, আইকআলা বরুয়া বাঁশ ঢুকায়!
ফেলে আসা তাপ পোহানো দিনের কথা
কেউ কেউ খুব সহজে বলে
আদর মিশানো ঘরোয়া বড়শিতে ধরা দিলে
সমস্ত অর্জন ভেসে যায় জলে!
চলার পথে স্থিতিশীল নয় কিছুই
প্রেম-ভালোবাসা স্থরে স্থরে হোঁচট খায়
যখন কোন কিছুতে সুখ খুঁজতে যাই
দেখি নোটখাতা রাখা আছে বড়লেখায় ।
স্বপ্ন ভাঙে আবারও স্বপ্ন গড়ি
আস্থার ঠিকানা একটাই, আরশে আজীম
নির্জনে, নিরালায়, একান্ত সময়ে পড়ি
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম।