মেঘ উড়ে উড়ে বেড়ায় নাগরকোটের হাওয়ায়
চাইলেই খুব ভালোবাসায় ওই মেঘ ছোঁয়া যায়
উঁচু পাহাড় হতে চোখ প্রসারিত যতদূর
প্রশান্তিতে মনের বাঁশি বাজে সুমধুর
সূর্যের সাথে নানারঙে খেলে আকাশ
যাপিত জীবনের খেলা সে তো বারোমাস
নাগরকোটে চোখ রাখলেই দেখি শুদ্ধতার চাষ
চিরসবুজ প্রেমে মাতে এ ধরণী বাস ।
শরীর-মনে লাগে এক অচিন শিহরণ
নিমিষেই লোকে করে সুখ আহরণ
আঁকাবাঁকা পাহাড়িয়া পথ মাড়িয়ে
বন্ধ দরজা খুলে আনন্দরঙ বাড়িয়ে
সুখাবেশে হেসে হেসে দেখা যায় চারিদিক
প্রশংসা-পূজায় মাতে পথহারা পথিক ।
প্রকৃতি-নিসর্গ প্রেম বড়ই জটিল
তার জন্যে লাগে আহা প্রভু ভক্তি দিল ।