দয়াল মাওলা
মন-প্রাণ সঁপেছি মাওলা
মন-প্রাণ সঁপেছি মাওলা
সব কিছু তোমার তরে
একটু আলো দাও গো মাওলা
আমারই মনের ঘরে ।।
সত্য-সরল পথের খোঁজে
কাটে সারাবেলা
ও মাওলা, ও মাওলা…
সবই পেয়ে সবই বুঝে
করি অবহেলা ।।
দিবানিশি ভাবি শুধু
কেমনে যাই তোমার দ্বারে
একটু আলো দাও গো মাওলা
আমারই মনের ঘরে।।
চন্দ্র-সূর্য এই পৃথিবী
তোমার ইশারায় ঘুরে
আকাশ-পাতাল বৃক্ষরাজি
তোমারই জিকির করে
মাওলা তোমারই জিকির করে।
তোমার ইশারাতে মাওলা
দিনগুলি সব কেটে যায়
ও মাওলা, ও মাওলা…
তোমার ইশারাতে মাওলা
দিনগুলি সব কেটে যায়
আবুল কাসেম মনে-প্রাণে
তোমার শুধু গুণগান গায়
দয়া দানে কাছে টেনে
নাও গো মাওলা তুমি আমারে
নাও গো মাওলা তুমি আমারে
একটু আলো দাও গো মাওলা
আমারই মনের ঘরে।।
মন-প্রাণ সঁপেছি মাওলা
মন-প্রাণ সঁপেছি মাওলা
সব কিছু তোমার তরে
একটু আলো দাও গো মাওলা
আমারই মনের ঘরে ।।