৩১.
জিহবায় লেগে আছে আম খরুর স্বাদ
প্রবাসের সুখ দেখে হাসে আকাশের চাঁদ!
৩২.
মাঝেমধ্যে টানে তুষাশিন্নি মাঝেমাঝে খাজুর
মঙ্গলালোকে নিত্য টানে বিনয়ী আলোর ভোর
৩৩.
জীবনমুখী হিসাব যদি খুব ভালো বুঝোছ
জুইতোর খতা খইলে খেনে ঘুৎ খরি উঠোছ!
৩৪.
কোথায় মরেছে গরু বোঝে শকুন কিংবা খাউয়া
তুমি তো কিছু বুঝো না আউয়ার আউয়া!
৩৫.
রন্ধন প্রাণ পায় রাঁধুনির ত্যাগে
কুমড়ার মিঠা কচুর টেঙ্গা খাইতে ভালো লাগে
৩৬.
খানি খেতে মোদের কাছে কতো প্রাণী হয় খুন
তরকারিতে স্বাদ দিতে দরকার পড়ে ফিয়াজ-রসুন
৩৭.
গোল্লাছুট, গাইয়াগুট্টি শৈশবের খেলা
মন রাঙিয়ে তোলে আগন শেষের গ্রামীণ মেলা
৩৮.
দখিনা বাতাস প্রেমের গান শোনায়
হাসি-কান্নার গফ জমে ওঠে শীতল পাটি বুনায়
৩৯. শখের বশে হলেও রান্না শেখাটা খুব দরকারি
কেউ কেউ পছন্দ করেন হুকইন শুরুর তরকারি
৪০.
ও কামুক মন রসের খেলা খেলাও
সুযোগ পেলেই বলে নাও একটু ফাও মেলাও!