তুমি ছিলে মোর ত্রিভুবনে লেখা গান
তুমি ছিলে মোর ঘুম ভাঙানিয়া প্রাণ
তুমি ছিলে মোর স্রষ্টা প্রদত্ত দান ।
তুমি ছিলে মোর ভালোলাগার অধিকার
তুমি ছিলে মোর দিন-রাতের সময় পার
তুমি ছিলে মোর প্রেমের অধিকার
তুমি ছিলে মোর অভিমানি পালাকার ।
তুমি ছিলে মোর শৈশবের পুতুল খেলা
তুমি ছিলে মোর কষ্ট জয়ের সারাবেলা
তুমি ছিলে মোর হাসি-কান্নার খেলা
তুমি ছিলে মোর বেলা-অবেলার মেলা ।
তুমি ছিলে মোর আকাশ ছোঁয়া ভালোবাসা
তুমি ছিলে মোর সুপ্ত বীজ বপনের আশা
তুমি ছিলে মোর হৃদয় উজাড় ভালোবাসা
তুমি ছিলে মোর স্নেহ-মায়া পরশের ভরসা।
তুমি ছিলে মোর চড়ুই কিচিরমিচির ভোর
তুমি ছিলে মোর চিন্তামনির নিশ্চিন্তপুর
তুমি ছিলে মোর নবস্বপ্নের রঙচঙা ভোর
তুমি ছিলে মোর মানুষ মন্ত্রে রাঙা নূর ৷
তুমি গেছো চলে অশ্রুনদীর সুদূরপারে
তুমি জেনে নিও কাসেম সেপথ ছুঁইতে পারে।