জেগে উঠো হে নবীন সুন্দর আগামী ডাকছে
প্রতি প্রভাতে নব স্বপ্নে রক্তিম সূর্যটা জাগছে
বন্ধুতার ঐক্যে চলো গড়ি স্বদেশ
এই দেশটা আমাদেরই দেশ।
ন্যায়ের পথে চলো আমরাই লড়ি
আমাদের দেশটাকে আমরাই গড়ি
জল্লাদের এই উল্লাসমঞ্চ আমার দেশ না
গুম, খুনের স্বর্গরাজ্য আমার স্বদেশ না
জাগো হে তরুণ নব উদ্যামে দেশটাকে গড়ি
চলো নব সংগ্রামে ন্যায়ের পথে চলো আমরাই লড়ি
আমাদের দেশটাকে আমরাই গড়ি
ন্যায়ের লড়াইয়ের নেই কোন শেষ
এই দেশটা আমাদেরই দেশ।
জেগে উঠো হে নবীন সুন্দর আগামী ডাকছে
প্রতি প্রভাতে নব স্বপ্নে রক্তিম সূর্যটা জাগছে।
অপরাজনীতি ছেয়ে গেছে আমাদের দেশে
আদর্শের নেই লেশ সবাই ছদ্মবেশে
পঁচাত্তরে নেতা গেছে, গেছে সবকিছু
দুর্গতি, দুর্দশা নিয়েছে পিছু
ভয় নেই, ভয় নেই কমরেড আসবেই
একাত্তরের চেতনায় এই দেশ হাসবেই
ন্যায়ের পথে চলো আমরাই লড়ি
আমাদের দেশটাকে আমরাই গড়ি
ন্যায়ের লড়াইয়ের নেই কোনো শেষ
এই দেশটা আমাদেরই দেশ।
জেগে উঠো হে নবীন সুন্দর আগামী ডাকছে
প্রতি প্রভাতে নব স্বপ্নে রক্তিম সূর্যটা জাগছে।