ভালোবাসি; ভালোবাসি
মধুর সুরে বাজে বাঁশি
খুলো খুলো আঁখি খুলে
আমায় তুমি দেখো
কাজল করে চোখের তারায়
খুব যতনে রেখো ।
গ্রীষ্মের তপ্ত রোদে
প্রেম চলে খোশ-আমোদে
ঝড়-তুফান দূরে রেখে, মুখে লাগুক হাসি ।
ভালোবাসি; ভালোবাসি, মধুর সুরে বাজে বাঁশি ।
বর্ষার রিমঝিম বারিধারায়
হৃদয়-মন তোমাতে হারায়
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ঠোঁটে লাগুক হাসি ।
ভালোবাসি; ভালোবাসি, মধুর সুরে বাজে বাঁশি ।
শরতের সাদা মেঘে
হৃদিপুণ্য প্রেম আবেগে
শিউলি-কাশফুলের ছোঁয়ায় মনে লাগুক হাসি ।
ভালোবাসি; ভালোবাসি, মধুর সুরে বাজে বাঁশি।
হেমন্তের পাকা ধানে
খুশির জোয়ার প্রাণে প্রাণে
শিশির কণায় আনমনায় সূর্যটা দেয় হাসি ।
ভালোবাসি; ভালোবাসি, মধুর সুরে বাজে বাঁশি।
শীতের হিমেল বাতাসে
শুষ্কতা ধেয়ে আসে
জীর্ণতা ঝেড়ে ফেলে মনে লাগুক হাসি ।
ভালোবাসি; ভালোবাসি, মধুর সুরে বাজে বাঁশি ।
বসন্তের মাতাল হাওয়া
কোকিলের গান গাওয়া
পলাশ-শিমুলের রঙে মুখে লাগুক হাসি ।
ভালোবাসি; ভালোবাসি, মধুর সুরে বাজে বাঁশি ।
ভালোবাসি; ভালোবাসি
মধুর সুরে বাজে বাঁশি
খুলো খুলো আঁখি খুলে
আমায় তুমি দেখো
কাজল করে চোখের তারায়
খুব যতনে রেখো।