গাছের পাতা সবুজ, মনটা বড়ো অবুঝ
সেই সবুজে দিচ্ছে দোলা দখিন হাওয়া রোজ ।
কেনো থাকো দূরে, ডাকছি কথার সুরে
কাছে এসো হাঁটবো দুজন আশা নদীর তীরে।
লিখতে বসে কাগজ জুড়ে, তোমার ছবি আঁকি
তোমার তরে পাগলপারা, আমার যুগল আঁখি।
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি, একাকী সময়ে
দিবানিশি জ্বলছে অনল বিরহী হৃদয়ে ।
মনটা রঙিন ঘুড়ি, সে উড়ে উড়ে বেড়ায়
ঘুরেফিরে পড়ে থাকি তোমারই দোরগোড়ায়।
গাছের পাতা সবুজ, মনটা বড়ো অবুঝ
সেই সবুজে দিচ্ছে দোলা দখিন হাওয়া রোজ ।