শিল্প-সংস্কৃতি, স্থাপত্য, রন্ধনশৈলী, সুরভিত সুগন্ধি
রোমান্টিক শহরে পরম প্রশান্তির সম্পদ সেইন নদী
The Seine River
গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়
Université Gustave Eiffel
আলেক্সঁদ্র গুস্তাভ আইফেলের (Alexandre Gustave Eiffel) নামে ২০২০ সালের ১ জানুয়ারি হতে শুরু হয়েছে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দুই দশক ধরে এ নিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আলাপ-আলোচনা শেষে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়েছে। একাডেমি অব ক্রেটিলের (Academy of Creteil) অধীনে পরিচালিত এ বিদ্যাপীঠের সঙ্গে জড়িত রয়েছে একটি বিশ্ববিদ্যালয় (UPEM), একটি গবেষণা প্রতিষ্ঠান (IFSTTAR), একটি স্থাপত্য বিদ্যালয় (Eav&t) এবং তিনটি ইঞ্জিনিয়ারিং স্কুল (EIVP, ENSG Ges ESIEE প্যারিস)। শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত এ প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতা এবং জ্ঞানের সমন্বয়ে একটি নতুন ধরণের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়াসে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ শক্তি যোগ করে গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয় (Université Gustave Eiffel ) এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার কাজ করে যাচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠানের এই সমন্বয় পুরো ইউরোপ তথা বিশ্বব্যাপী দৃষ্টি কেড়েছে। প্রতিষ্ঠানটি সকল স্তরের যুবক, কর্মচারী বা নাগরিকদের শিক্ষিত করা এবং সমগ্র সমাজকে বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি প্রদান করা এই লক্ষ্য নিয়ে আগামীর পথপানে এগিয়ে যাচ্ছে। গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়ের (Université Gustave Eiffel ) মূল কাজ গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। ফরাসি গবেষণায় এক নতুন মাত্রা যোগ করার প্রয়াসে সক্রিয় ভূমিকা রাখতে চায় এই বিশ্ববিদ্যালয়। তাছাড়া সমাজ ব্যবস্থাকে যুগোপযোগী শিক্ষায় আলোকিত করা, সামাজিক ও অর্থনৈতিক বিশ্বের জন্য উপযোগী শিক্ষা প্রদান বিশ্ববিদ্যালয় বেশ গুরুত্ব দিয়ে দেখছে।
• শিক্ষানবিশ শিক্ষার উপর দৃঢ় ফোকাস সহ প্রাথমিক এবং পরিষেবাকালীন শিক্ষা।
• গবেষণা (মৌলিক এবং প্রয়োগ) এবং উদ্ভাবন
• বিশেষজ্ঞের মূল্যায়ন, পাবলিক পলিসি সাপোর্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন।
• সমাজের জন্য উন্মুক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতা।
দুই দশকের চেষ্টায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরি হয় যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ফ্রান্সকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাছাড়া বিশ্বব্যাপী শিক্ষা ক্ষেত্রে নিজেদের অবস্থান জানান দিতে ভূমিকা রাখবে গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়। একটি শক্তিশালী আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা গড়তে আন্তঃবিভাগীয় প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্তরে গবেষণা, উদ্ভাবন এবং সমাজকে একত্রিত করার কাজে নিরলসভাবে কাজ করছে এই বিশ্ববিদ্যালয় । Université Gustave Eiffel গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়ের লোগো গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রয়েছে কয়েকটি ক্যাম্পাস। সবগুলো ক্যাম্পাসের সাথে সমন্বয় রক্ষা করে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী বিপ্লব এনে দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার
• ৮,৩০০ স্নাতক শিক্ষার্থী (দুই বছরের প্রযুক্তি ডিপ্লোমা (DUT), স্নাতক ডিগ্রি)
• ৩,৫০০ স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থী
• ৪,০০০ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী
• ৭০০ আর্কিটেকচার শিক্ষার্থী
• ৫০০ ডক্টরেট শিক্ষার্থী
তাছাড়া বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ২,৩০০ জন কর্মী
• ২০০ জন শিক্ষক
• ৪০০ জন শিক্ষক-গবেষক
• ৫৫০ জন গবেষক
• ১,১৫০ জন সাপোর্ট স্টাফ
গুস্তাভ আইফেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান:
UPEMLV- ইউনিভার্সিটি প্যারিস-এস্ট মার্নে-লা- if (Université Paris-Est Marne-la-Vallée) UPEMLV ওয়েবসাইট (http://www.u-pem.fr) ঠিকানা (Bátiment Bois de l’Etang, 46 Rue Galilée, 77420 Champs-sur-Marne, France.)
IFSTTAR ফ্রেঞ্চ ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ফর ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট এন্ড নেটওয়ার্ক (The French Institute of Science and Technology for Transport, Development and Networks (Institut français des sciences et technologies des transports, de l’aménagement et des réseaux) গবেষণা প্রতিষ্ঠান IFSTTAR ওয়েবসাইট (www.ifsttar.fr)
Éav&t – স্কুল অফ আর্কিটেকচার (l’École d’architecture de la ville et des territoires Paris-Est) (Éav&t), ওয়েবসাইট (www.paris-est.archi.fr) Éa v&t
ESIEE – ইঞ্জিনিয়ারিং স্কুল ESIEE প্যারিস, ESIEE প্যারিসের
ঠিকানা- ESIEE Paris, 2, boulevard Blaise Pascal, Cité DESCARTES, BP 99 93162 Noisy le Grand CEDEX PARIS Phone: +33 1 45 92 65 00 Fax: +33 1 45 92 66 99 STR(www.esiee.fr)
EIVP ইন্জিনিয়ারি স্কুল École des ingénieurs de la Ville de Paris (EIVP), Ecole des Ingénieurs de la Ville de Paris EIVP= 80, Rue Rébeval, 75019 PARIS, FRANCE. +33 1 56 02 61 00 ওয়েবসাইট (www.eivp-paris.fr)
ENSG – École Nationale des Sciences géographiques (ENSG Géomatique) ENSO Géomatique ENSG 6-8 Avenue Blaise Pascal Cité Descartes, Champs-sur-Marne Marne la Vallée, CEDEX 2 , 77455 ওয়েবসাইট (www.ensg.eu)
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয়কালে বিশ্ববিদ্যালয়ের নামকরণে ওঠে আসে তিন ব্যক্তির নাম, যথাক্রমে; Sophie Germain, Fulgence Bienvenile এবং Gustave Eiffel । পরিশেষে সার্বিক বিবেচনায় সকল প্রতিষ্ঠানের সম্মিলিত সিদ্ধান্তে গুস্তাভ আইফেলের নামে বিশ্ববিদ্যালয়ের নাম Université Gustave Eiffel রাখা হয়।