কলসি নিয়ে গাঁয়ের মেয়ে
জল আনিতে যায়
বাঁকা চোখে মায়ামুখে
আমার দিকে তাকায়।
হাওয়ায় হাওয়ায় দোলা লেগে, উড়ছে খোলা চুল
দেখলে তারে লাগে যেনো, সদ্য ফোঁটা ফুল।
প্রেমের পরশ মেখে, তারে দেখি নয়ন ভরে
গাঁয়ের মেয়ে ঠাঁই নিলো, আমারই অন্তরে।
টোল পড়া গালে, টিপ রাঙা কপালে
দুরন্ত পরী রোজ মনে দেয় হানা
কন্ঠ মধুমাখা, ঠোঁটে লাজুক হাসি
দেখলে তারে লাগে খুব চেনা ।
প্রেমের পরশ মেখে, তারে দেখি নয়ন ভরে
গাঁয়ের মেয়ে ঠাঁই নিলো, আমারই অন্তরে।
সন্ধ্যা কাটে তার, একটা লাঠি হাতে
হাঁস-মোরগের সাথে, দৌড়াতে দৌড়াতে।
ছোট্ট করে বলি তারে, ভালোবাসার কথা
সেদিন কাছে ছিল না কেউ
গাঁ ঘেঁষে তাহার পাশে, বসেছি যখন
হৃদয়নদে উঠছে আদর ঢেউ।
শিহরিত দেহে, দেখেছি তার চোখ
কাঁপছে তাহার ঠোঁট, উত্তেজিত মুখ।
প্রেমের পরশ মেখে, তারে দেখি নয়ন ভরে
গাঁয়ের মেয়ে ঠাঁই নিলো, আমারই অন্তরে ।
রটে গেলো মোদের প্রেমকাহিনী
সাঙ্গ হলো যত্রতত্র বসা
ভাটি ছেড়ে উজান গাঙ বাইয়া
মন নিয়ে কাছাকাছি আসা।
প্রেমনদীতে যখন-তখন, উঠে ঝড়-তুফান
জেনেশুনে প্রেমিকজনে করে সুধা পান ।
প্রেমের পরশ মেখে, তারে দেখি নয়ন ভরে
গাঁয়ের মেয়ে ঠাঁই নিলো, আমারই অন্তরে।
কলসি নিয়ে গাঁয়ের মেয়ে
জল আনিতে যায়।
এখন আমার দিকে তাকিয়ে
সে পূর্ণতা পায় ।
গাও-গেরামে চলার বিদ্যা, শিখেছে ঘরোয়াপাঠে
বুকের উপর উড়না ফেলে, এখন সে হাঁটে।
প্রেমের পরশ মেখে, তারে দেখি নয়ন ভরে
গাঁয়ের মেয়ে ঠাঁই নিলো, আমারই অন্তরে ।