আসা-যাওয়ার দুনিয়ায়
খেইড় খেলাইয়া সময় যায়
মধুর জীবন সুখের জীবন
কয়জনায় আর পায়
বলো কয়জনায় আর পায় ।
জিব্রাইল আসিয়া কয় হেরা গূহাতে
মুহাম্মদ শ্রেষ্ঠ রসূল এই ভবেতে
আনিলো যাঁরা ঈমান হইলো তাঁরা মুসলমান
মক্কাবাসী পারিলো না নবী চিনিতে ।। ♪
শ্রীকৃষ্ণ আইলা ভবে
রাধিকারও সনে
রাসলীলায় জগৎ মাতে
মধুর বৃন্দাবনে ।।♪
বিহারের বুদ্ধগয়ায় রাজকুমারের ধ্যান
সুজাতার জলখাবারে জেগে উঠে প্রাণ
সিদ্ধার্থের সিদ্ধিলাভে বৌদ্ধ হয়ে উঠা
বৈশাখী পূর্ণিমার রাতে বোধির ফুল ফোঁটা ।♪
গোয়াল ঘরে আইলা যিশু মরিয়মের কোলে
জগৎ উজালা হইলো সব বেদনা ভুলে
পিতাছাড়া আগমণ ক্রুশেতে তাঁর হয় মরণ
তবুও তিনি আছেন বেঁচে মানব হৃদিমূলে ।।♪
আসা-যাওয়ার দুনিয়ায়
খেইড় খেলাইয়া সময় যায়
মধুর জীবন সুখের জীবন
কয়জনায় আর পায়
বলো কয়জনায় আর পায় ।