কী মায়া লাগাইছো সখি
জড়াইছো প্রেমের জালে
কোকিল ডাকা শিমুল ফোঁটা
বসন্তেরই কালে ।
ফাগুন দিনের মাতাল হাওয়া
উড়ে উড়ে বেড়ায়
তোমার ভাঁজ খোলা আনন্দ দেখে
দুটি নয়ন জুড়ায় ।। ♪
রঙিন সাজে নূপুর পায়ে
হেঁটে যখন যাও
আমার হৃদিমূলে উঠে ঝংকার
শুনিতে কি পাও ।। ♪
হাতের উপর হাতটি রেখে
বাঁশিতে তোলো সুর
রাধা-কৃষ্ণের প্রেমলীলায়
বৃন্দাবন আজও মধুর ।। ♪
ভূবন মাঝে সৃষ্ট তুমি
দয়াময়ের শ্রেষ্ঠ দান
আবুল কাসেম গাইছে সখি
মধুমাখা প্রেমের গান ।
কী মায়া লাগাইছো সখি
জড়াইছো প্রেমের জালে
কোকিল ডাকা শিমুল ফোঁটা
বসন্তেরই কালে ।