তোমায় বিচলিত লাগে কিছু কিছু সময়, আবার কোনো কোনো সময় তুমি থাকো প্রশান্ত। নিজের সাধ্যের বাইরে যখন আমরা কিছু ধরতে যাই, তখন মন হয়ে ওঠে অশান্ত । তোমার তো ভুলে যাওয়ার কথা নয় ষাটমা গাঙের কথা, সেখানে থাকা স্বচ্ছ বালি, স্বচ্ছ জলের কথা। ষাটমা-ই তো একদিন ছড়িয়ে দিয়েছিলো তোমার-আমার প্রেমের বারতা। টিউবওয়েলে
মুখ লাগিয়ে পানি খাওয়া আর মেলামাইন কিংবা কাচের গ্লাসে খাওয়া, প্রক্রিয়ার ধরন যে রকমেরই হোক না কেনো তৃষ্ণা মিটলেই হলো। ঠিক তেমনি লক্ষ্য অটুট রেখে এগিয়ে যেতে প্রক্রিয়া যে ধরনেরই হোক না কেনো অন্তরে কেবল সুকর্মের আগুন জ্বালো। চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস । এটা মেনেই তোমাকে-আমাকে এখানে করতে হবে বসবাস। কাঁটাগুলো উপড়ে ফেলে হাঁটতে হবে পথ। বিজয়ী অতীত জানান দেয় লড়াইয়ের ভেতর দিয়ে আসবে জয়রথ। আলস্য যাতে তোমার ভিতর দানা বাঁধতে না পারে সে চেষ্টা নিরন্তর করে যেতে হবে! এই দুনিয়া ছেড়ে গেলে কেবল কর্মই এখানে পড়ে রবে। চলে যেহেতু যেতেই হবে একদিন। সুতরাং এই ধামে বাজাতে হবে সুকর্মের বীণ। সুকর্মের বাঁশি বাজাতে গেলে রয়েছে বাঁধা-বিপত্তি। সেখানে থাকতে হবে খাঁটি সাহস-মনোবল, মজবুত ভিত্তি। সত্য-সরল হতে যারা মুখ ফিরাবে তাদের বিপরীতে চলো তুমি-আমি একলা জেগে রই। তৃপ্তি খোঁজে নিতে এসো আমরা পড়ি পবিত্র বই। “অমিনান না-সি মাইঁ ইয়াকূ লু আ-মান্না- বিল্লা-হি, অবিলইয়াওমিল আ- খিরি অমা-হুম বিমু’মিনীন। ইয়ুখ-দিউনাল্লা-হা অল্লাযিনা আ-মানূ অমা- ইয়াখদা উনা ইল্লা আনফুসাহুম অমা- ইয়াউরূন।” আবার কিছু মানুষ মুখে বলে, আমরা আল্লাহ্ ও আখেরাতে বিশ্বাসী। কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয়। ওরা আল্লাহ্ ও বিশ্বাসীদের ঠকাতে চায়। আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে, যদিও ওরা তা বোঝে না। (আয়াত ৮-৯ সূরা বাক্বারাহ্)। এসো আমরা অন্তত এ প্রেরণাটুকু মনে গেঁথে সকল ঠকবাজদের মোকাবিলা করে বিশ্বাসীদের সাথে এগিয়ে যাই। আমাদের জীবন তো একটাই, চলো সেটাকে আনন্দচিত্তে কাজে লাগাই। ছোট্ট এ জীবনে কেবল সুকর্মই বিশালতা এনে দিতে পারে। কর্মফল দিবসে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে, আমরা যেনো বিজয়ের কথা বলতে পারি তাঁরে। চলো মনটাকে আবুল কাসেমের কথায় তৃপ্ত করি। মঙ্গল দীপ জ্বেলে আলোকের পথ ধরি ।
জীবন রথে চলার পথে
ঠিক করে নাও নিশানা
সত্য-সরল কাজের মাঝে
পাবে আসল ঠিকানা রে
পাবে আসল ঠিকানা।।
মিথ্যে কথার প্রলোভনে
খায় যে ধোঁকা জনে জনে
তবুও লোকে প্রয়োজনে
করে বিশ্বাস ভজনা ।।
যেথায় পাই স্নেহের আঁচল
সেথায় থাকে আঁখি সজল
সুখে-দুখে বাজে গজল
মনে চলে সাধনা । ।
জেনেশুনে করো না ভুল
দিতে হবে ভুলের মাশুল
হৃদবাগানে ফুটিলো ফুল
সেথায় ভ্রমরার আনাগোনা ।।
তারায় তারায় আকাশ ভরা
চাঁদকে তারা দেয় পাহারা
আনন্দে মন পাগলপারা
বিলিয়ে যায় চাঁদ জোছনা ।।