রাতের আঁধারেও চলে লড়াইয়ের গল্প লেখা। জীবন মানেই তো দেখা- অদেখা! রাত ভয়ঙ্কর এমন ভাবনা ঠিক নয়। রাতেই তো অনেকে গেঁথে নেয় জীবনের জয় । ঘড়ির কাঁটা ভুলে তোমার-আমার প্রেমের কথোপকথন চলে। ভালোলাগা এসে ভর করে তুমি-আমি এক হলে। মাকড়শা জাল বুনে আপন ইচ্ছায়। অথচ তুমি-আমি মেতে থাকি কাল্পনিক কিচ্ছায়। নদীর স্রোত সব সময় একই তালে থাকে না। তেমনি আন্তরিকতাও সকল সময় একই ছবি আঁকে না। ওড়নাবিহীন সৌন্দর্যরূপ ভালোই লাগে। শাদা বৃষ্টিতে ভেজার বড়ই সাধ জাগে। পৌষের রোদ মেখে আমাদের নাচানাচি দেখে ফড়িংও আনন্দে লাফায়। দোয়েল মনের সুখে শিস বাজায়। জোনাকিরাও সন্ধ্যা নামতে আলোর খেলায় মাতে। বিশ্বাসের নিঃশ্বাসে যখন তুমি রাখো হাত আমার হাতে। মশারি টাঙানো বা বাজার খরচ যেমন ঝামেলার কাজ তেমনি ঝামেলা গন্তব্যে পৌঁছা। সঠিক জায়গায় যাওয়ার অবিরত চেষ্টায় ঘাম মোছার জন্যে রয়েছে গামছা। চোখ ইশারায়ও অনেক জরুরি কাজ সেরে নেয়া যায়। আর এক ঝলকে তারকা বনে যাওয়ার যুগে ধীরগতির সবকিছুই লজ্জায় মুখ লুকায়। তুমি তো জানোই ‘সবুরে মেওয়া ফলে’। সুতরাং যে যা করুক আমরা থাকবো প্রেমবৃক্ষ তলে! ওহ! আজ তো যিশুর জন্মদিন। ক্রুশ গলায় ঝুলিয়ে সারা বছরই ফাদার-সিস্টাররা বাজায় বীণ। চলো পবিত্র দিনে তুমি-
আমি পড়ে নেই পবিত্র কথা। সচেতন পথযাত্রীর পথ চলার বারতা। :: ‘অবিকুফরিহিম অক্বাওলিহিম আলা-মারইয়ামা বুৰ্ত্তানান আজীমা অক্বাওলিহিম ইন্না-ক্বাতালনাল মাসীহা ঈসাবনা মারইয়ামা রাসূলাল লা- হি অমা-ক্বাতালূহু অমা-ছলাবূহু অলা-কিন শুব্বিহা লাহুম; অইন্নাল্লাযীনাখ তালা ফীহি লাফি শাক্কিম মিনহু;মা-লাহুম বিহী মিন ইলমিন ইল্লাত্তিবা আজ জোয়ান্নি অমা-ক্বাতালূহু ইয়াক্বীনা। বা ব্রাফা’আহুল্লা-হু ইলাইহ; অকা-নাল্লা-হু আযীযান্ হাকীমা ।” (এ কিতাবিদের আমি শাস্তি দিয়েছিলাম সত্য অস্বীকার করার জন্যে এবং মরিয়মের বিরুদ্ধে ঘৃণ্য অপবাদের জন্যে। এবং ‘নবীর দাবিদার মরিয়মপুত্র ঈসা মসিহকে হত্যা করেছি’- এ দম্ভোক্তি করার জন্যে । অথচ সত্য এই যে, ওরা ঈসাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি, ওরা এমনটি করেছে বলে মনে করেছিলো। অবশ্য যারা এ ব্যাপারে মতভেদ করেছিলো, তারাও বিভ্রান্ত ছিলো, অনুমান ও উড়োকথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিলো না। তবে বিষয়টি একেবারেই নিশ্চিত যে, তারা তাকে হত্যা করেনি। বরং আল্লাহ্ ঈসাকে নিজের কাছে তুলে নিয়েছেন; আর আল্লাহ্ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়।) আয়াত ১৫৬-১৫৮ সূরা আন-নিসা। দয়াময় মেহেরবান মাওলার মধুর কথায় মিলে সকল সমাধান । মিলে সহজে সত্য-সরল পথের সন্ধান । এসো যিশু নিয়ে আবুল কাসেম কী বলে একটু শুনি। আর ধরাধামে আনন্দে চলার স্বপ্ন বুনি।
কুমারী মারইয়ামের ঘরে
এসেছিলো খোদার নূর
ইন্জিল-কোরআন সাক্ষী রে
“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।”