শিশিরকণা যখন আচ্ছন্ন করে রাখে চারিদিক, তখন হৃদিমূলে ভর করে সুখ। চোখের জলে মনে পড়ে ঝরে যাওয়া প্রিয়মুখ। আশাগুলো উড়িয়ে দিয়ে নিরাশার লু হাওয়া বাতাসে ভেসে বেড়ায়। অথচ পরাজিত ক্ষণ প্রতিনিয়ত আশার বীজ বুনে যায়। অপরাধ না করেও কেউ কেউ হয় অপরাধী। যেকোনো মুহূর্তে মৃত্যু কার্যকর জেনেও ধরাধামে আমরা স্বপ্ন বাঁধি। শীতের রাত গেয়ে যাই উচ্ছ্বাসের গান। ধুলোবালিমাখা পথে দেখি স্মৃতি অম্লান। গোপন কিছুই নেই, জীবন পেতে আছি কচুপাতায় জমা জলে । পারলে কিছু ওম দিও, সামান্য হলেও দিও, জীবনের কোলাহলে। প্রকৃতি-নিসর্গের কাছে লাখো ঋণ জমে আছে। জলের ঢেউয়ে দু’জনের প্রেম বাঁচে ।