৪১.
হাড়কাঁপা শীতের কালে যদি ওম পেতে চাও
হয় লেপের নিচে যাও নতুবা খের জ্বালাইয়া আগুন থাবাও
৪২.
বাস ভ্রমণে বাইত করোছ আর দেখাছ যে পুছ
পোশাকের ফ্যাশনে যুক্ত হয়েছে মুখের দাড়ি মুছ
৪৩.
দেহ থাকলে রোগ থাকবে, ও ডাক্তার খেতে কেনো এতো বাধা দাও!
বরতন প্রস্তুত, এবার তরকারিতে ভরা খট্টা টা একটু আগুয়াও
৪৪.
ভাবনামনে জনে জনে, কবে হবে জীবন ‘শাইন’
হুনারাইয়া যেবায় যাইন উফতা বাতাস ওবায় ফাইন
৪৫.
নিষ্ঠা নিয়ে কাজ করলে, ফল আসে নিজের ভাগে
বেশি শিয়ানে বুড়ো আগে তার গু তার তালুত লাগে
৪৬.
নামের পাশে ‘হাজী’ লেখার ছাড়ো ফুটানি
গাঙগোর মুরো নাই পানি ফেউয়াছড়াত আমআমি
৪৭.
বিপদে কাজে লাগে কলা গাছের ভুর
খেতলির মুক উদলাইছনা হরা দিয়া গুর
৪৮.
হরেক জনের চেষ্টায় ফসলে ভরে ওঠে জীবনের ক্ষেত
হুজুরের হাতে ছিলো বাঁশের ছিঙ্গল, শিক্ষকের হাতে জালিবেত
৪৯.
সবকিছুতে শরম শোভা পায় না, বুঝলে আড়ুয়া
বইছি যখন খানিত খট্টাটা একটু আগুয়া
৫০.
আরাম-আয়েশ সহজে আসে না, করে ছলাকলা
আঁঠালো কাঠাল রসাল খরছা রুয়া হলহলা