ও প্রাণও সই
ঘুমাও তুমি ঘুমাও আমার কোলে
মরে গেলে থাকবে একা
যাইওনা যাইওনা মোরে ভুলে।
রাখিব হৃদমাঝারে
আদর-সোহাগ যতন করে
ভালোবাসা তোমার তরে থাকবে সর্বদাই ।
ঘুরবো দুজন একসাথে
থাকবো এক বিছানাতে
কিছু দিনের দুনিয়াতে আনন্দে কাটাই ।
দখিনা সমীরণে
দোলা দেয় দুজনের মনে
প্রেমের এই মধুবনে সুখে ভেসে বেড়াই।
জোছনা রাতের আলো
লাগে যে ভীষণ ভালো
ঘুচে দিয়ে সব কালো একলা জেগে রই।
স্মৃতিকথা ভেবে ভেবে
হৃদয়ে পূর্ণতা পাবে
রঙঢঙের এই ভবেতে প্রেমের জয় হবেই।
আবুল কাসেম যাবে মরে
রাখবে তারে মাটির ঘরে
শেষ হবে তার ব্যস্ততা আর মুখর হৈ চৈ।
ও প্রাণও সই
ঘুমাও তুমি ঘুমাও আমার কোলে
মরে গেলে থাকবে একা
যাইওনা যাইওনা মোরে ভুলে ।