এ দেহ তো কিছুই নয় কেবল সে শুকনো মাটি
এ ধরায় শান্তি পেতে সত্য-সরল পথে হাঁটি।
হতাশ নই যা পেয়েছি তাতে
পৃথিবীর মধুর রঙ দেখছি দিবারাতে
নাই বা থাকুক মুসার মতো আজব একটি লাঠি।
একটু হাসো, হাসিতেই তো মানায় ভালো
হারতে জানা লোকগুলোই তো অন্ধকারে জ্বালায় আলো
আলো মেখে ছুঁয়ে দাও তো সর্বজয়ী সবুজ কাঠি ।
হৃদয় হতে সকল গ্লানি মুছে দিয়ে
তোমার-আমার প্রেমের শপথ সাথে নিয়ে
কাটুক সময়, বলুক সবে ‘কাটাচ্ছিস দিন ফাটাফাটি’।
এ দেহ তো কিছুই নয় কেবল সে শুকনো মাটি
এ ধরায় শান্তি পেতে সত্য-সরল পথে হাঁটি।