ওহে খাঁটি মোমিন
কোরান-হাদিস পড়ে বুঝে নাও দ্বীন…..
শান্তির ধর্মের তোরাই তো কীট
রক্তের হোলি খেলে হতে চাস হিট!
ছুটে চলা পথে আমি দ্বীনের কাঙাল
ছোট ভাই মানে বুঝি রাজেশ-মৃণাল
ধর্মকে পুঁজি করে কেনো হানাহানি
ধর্ম কি শেখায় করো খুনাখুনি
ছুটে চলা পথে আমি ধৰ্মই মানি
বড় ভাই মানে বুঝি শুভ্র-মনি
অস্ত্র দিয়ে আঘাত করো শিক্ষকের গায়
আল্লাহ্-নবী তাতে বুঝি খুব সুখ পায় !
মানুষরূপী শয়তান অশান্তি বাড়ায়
সর্ব ধর্ম চিরকালই শান্তির গান গায়…
ওহে নবীন ছেড়ে দাও জঙ্গি জীবন
রাসূলের দেখানো পথ করো অনুসরণ
ছুটে চলা পথে আমার ধর্মতেই মন
বন্ধু মানে বুঝি অভিজিৎ-সুমন
ওহে মুসলমান, ওহে খাঁটি মোমিন
কোরান-হাদিস পড়ে বুঝে নাও দ্বীন
এই দেশ সকলের, ধর্মের নয়
এই ভূমি চিরদিনই সাম্যের কথা কয় ।